Publication

PEOPLE’S MUSEUM OF BANGLADESH’S publications are designed as viral events that locate and,
interrogate/collapse—using the arts and all and sundry lyrical tools—
contemporary knowledge systems and paradigms!

@Ebadur Rahman

‘১ ব্যাগ শিল্প’ এক অভিনব দ্বিভাষিক রচনা সংকলন। আদতে ‘১ ব্যাগ শিল্প’ কতিপয় শিল্প-ঐতিহাসিক রচনা, চিঠিপত্র, ফটোচিত্র, নিবন্ধ, খতিয়ান প্রতিস্থাপিত করে একটি মৃদু ম্যানিফেস্টো হিসেবে প্রকাশিত হতে চেয়েছে, হয়ে উঠতে চেয়েছে বাংলার শিল্পী ও শিল্প অনুরাগীদের তাকে থাকা দোমড়ানো হাত-বহি। এই বইতে কথোপকথন ও চিত্রে সংকলিত হয়েছেন কে.জি. সুব্রহ্মনিয়ম, শাহাবুদ্দিন, মনিরুল ইসলাম, শহিদ সুরাবর্দী, উৎপলকুমার বসু, বাইস ক্যুরিগার, হারাল্ড জ্যিমান প্রমুখ; আছেন নাসির উদ্দিন ইউসুফ, তারেক মাসুদ এবং নুরুল আলম আতিক-ও। এ বইয়ে মধুবালাকে নিয়ে যেমন চিত্র-নিবন্ধ আছে, তেমনি আছে সুমিতা দেবীর আত্মস্মৃতিচারণ, বা সুচিত্রা সেনের হারিয়ে যাওয়া ইন্টারভিউ। রিউমার গডেন যিনি ‘দ্য রিভার’ উপন্যাসটির লেখিকা ও যে-উপন্যাসকে অবলম্বন করে জাঁ রোনোয়া একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন, তার ভিটা ভাঙার দৃশ্য ধারণ করা হয়েছে এখানে, সত্যজিৎ রায় যে-বাড়িতে তার ‘জলসাঘর’ চলচ্চিত্রের শ্যুটিং করেছিলেন তা নিয়ে তৈরি করা হয়েছে ছবি-গল্প, নভেরা আহমেদের অন্ত্যেষ্টিক্রিয়া কিংবা ১৯৩১ সালে উদয়শঙ্করের ইউরোপ ভ্রমণের ছবির মতো বিষয়ও এখানে আছে। আছে অঞ্জন সেনকে লেখা অমিয়ভূষণের চিঠি, বা অদ্বৈত মল্লবর্মণের উপর আলোকপাত করে রোম থেকে লেখা আবুল কালাম শামসুদ্দিনের চিঠি, যামিনী রায়ের বিষ্ণু দে-কে লেখা চিঠিও আছে এ বইয়ে। আলাদা-আলাদা ভালো লেখা নয়, বরং একটি তীব্র বয়ানের রূপ-রেখা নিয়ে আপনার সামনে হাজির এ বই।

 

‘১ ব্যাগ শিল্প’ মূলত বাংলা ও কিছু ইংরেজি ভাষায় লেখা অভিনব রচনা সংকলন: আদতে ‘১ ব্যাগ শিল্প’ কতিপয় ব্যক্তিগতভাবে লেখা শিল্প-ঐতিহাসিক রচনা, চিঠিপত্র, ফটোচিত্র, নিবন্ধ, খতিয়ান প্রতিস্থাপিত করে একটি মৃদু মেনিফেস্টো হিসেবে প্রকাশিত হতে চেয়েছে, হয়ে উঠতে চেয়েছে বাংলার শিল্পী ও শিল্প অনুরাগীদের তাকে থাকা দোমড়ানো হাত বহি। এই বইতে কথোপকথন ও চিত্রে সংকলিত হয়েছেন কে.জি. সুব্রাহ্মনিয়ান, শাহাবুদ্দিন, মনিরুল ইসলাম, শহিদ সুরাবর্দী, উৎপল কুমার বসু, বাইস ক্যুরিগার, হারাল্ড জ্যিমান প্রমুখ; আছেন নাসির উদ্দিন ইউসুফ, তারেক মাসুদ এবং নুরুল আলম আতিক-ও; মধুবালাকে নিয়ে যেমন ফটো এসে আছে তেমনি সুমিতা দেবী’র আত্মস্মৃতিচারণ, বা সুচিত্রা সেনের হারিয়ে যাওয়া ইন্টারভিউ; রিউমার গডেন যিনি ‘দ্য রিভার’ উপন্যাসটির লেখিকা, ও যেই উপন্যাসকে অবলম্বন করে জাঁ রোনোয়া একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন তাঁর ভিটা ভাঙার দৃশ্য ধারণ করা হয়েছে, সত্যজিৎ রায় যেই বাড়িতে তার ‘জলসাঘর’ চলচ্চিত্রের শ্যুটিং করেছিলেন তা নিয়ে তৈরি করেছি ছবি-গল্প, নভেরার অন্ত্যেস্টিক্রিয়ার ছবি কিংবা ১৯৩১ সালে উদয় শঙ্করের ইউরোপ ভ্রমণের ছবির মতো বিষয়াদিও এখানে আছে; অঞ্জন সেনকে লেখা অমিয়ভূষণের চিঠি, বা অদ্বৈত মল্ল বর্মণের উপর আলোকপাত করে রোম থেকে লেখা আবুল কালাম শামসুদ্দিনের চিঠি, যামিনী রায়ের বিষ্ণু দে’কে লেখা চিঠি ইত্যাদি আলাদা আলাদা ভালো লেখা নয়, বরং একটি তীব্র বয়ানের রূপ-রেখা নিয়ে আপনার সামনে হাজির হবে বলে আশা করছি।

@Ebadur Rahman